শ্রীবরদী আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা!

শেরপুর_1শ্রীবর্দী উপজেলা আওয়ামীলীগের নতুন আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে দলের একাংশ। আজ মঙ্গলবার বিকালে শহরের শহীদ মিনার মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের এক জনসমাবেশে কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের অভিযোগ স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনকে পাশ কাটিয়ে জেলা আওয়ামীলীগ মনগড়া ভাবে ২৯ সদস্য বিশিষ্ঠ পকেট কমিটি গঠন করেছে। কমিটির মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন সময় দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন এবং যারা দল থেকে ইতিপূর্বে বহিস্কৃত হয়েছেন। তারা আরও বলেন স্থানীয় আওয়ামীগকে না জানিয়ে এ ধরনের কমিটি শ্রীবর্দী আওয়ামীলীগ মানে না। অবিলম্বে বিতর্কিত  কমিটিকে বাদ দিয়ে জেলার অভিভাবক বেগম মতিয়া চৌধুরি ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন এবং জেলার সভাপতি ,সাধারন সম্পাদক,স্থানীয় এমপি চান সাহেবকে নিয়ে সবার গ্রহন যোগ্য একটি কমিটি গঠনের আবেদন জানান। নতুন কমিটি আসা পর্যন্ত বর্তমান অবৈধ এ কমিটির কোন কাজ  এ উপজেলায় করতে দেওয়া হবে না বলে বক্তারা জনান। বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও  সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম ও প্রধান অতিথি জেলা আওয়ামীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ বলেন আজ থেকে অবৈধ এই কমিটি সারা উপজেলায় অবাঞ্চিত ঘোষনা করা হল। কেউ আর এ কমিটিকে সহযোগীতা করবেনা। মঞ্চ থেকে বর্তমান আহবায়ক কমিটির ২৯ জনের মধ্যে অন্তত ১১জন কমিটি থেকে মৌখিক পদত্যাগের ঘোষনা দেন। এ ব্যাপারে  অপর অংশের  যুগ্ম আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন জানান সমাবেশটি ছিল মুক্তিযোদ্ধাদের, এ ধরনের সমাবেশ থেকে কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করার কোন এখতিয়ার নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend