শেরপুরে হরতাল চিত্র ॥ ভোরে পিকেটিং এর চেষ্টা ॥ বেলা বাড়ার সাথে স্বাভাবিক শেরপুরের জীবনযাত্রা
জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশ আহুত হরতালে ৫ নভেম্বর ভোরে কয়েকজন তরুণ শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারস্থ এলাকায় পিকেটিং এর চেষ্টা করে। এসময় তারা হোটেল সম্পদের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালায় এবং থানা মোড়ে কয়েকটি সিএনজি ভাংচুরের চেষ্টা করে দ্রুত চলে যায়।
এরপর থেকে শহরে আর কোথাও পিকেটিং বা হরতালের স্বপক্ষে কোন কার্যক্রম চোখে পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে শেরপুরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে। হরতালে শহরে যানবাহণ চলাচল রয়েছে স্বাভাবিক। দোকানপাটও খুলেছে। তবে যথারীতি দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। জেলা শহরের সাথে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।