মির্জা ফখরুলসহ ৬৭ নেতাকর্মীর দুই মামলার চার্জ শুনানি ৮ ডিসেম্বর
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দু’টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ৮ ডিসেম্বর।
রোববার মামলা দু’টির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই মামলার আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব অন্য মামলায় কারাগারে আটক আছেন। তাকে কারাকর্তৃপক্ষ আদালতের হাজির না করায় এবং জামিন থাকা আসামিরা হরতালের কারণে আদালতে হাজির হতে পারেনি বিধায় অন্য আসামিদের জন্য চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া দু’টি মামলারই সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৮ডিসেন্বর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দু’টি করা হয়।
পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামী ২৬ জন এছাড়া শাহবাগ থানার মামলায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ আসামির সংখ্যা ৪১ জন।