রিভিউয়ের আগে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর না করার আহ্বান

Innerমানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় রিভিউ পিটিশনের আগে কার্যকর না করার আহ্বান জানিয়েছেন আসামির আইনজীবীরা।
সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এই আহ্বান জানান তারা।
আসামির আইনজীবীদের মধ্যে সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা এর আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ে দেখেছি, আপিল বিভাগ মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন। কামারুজ্জামানের বিষয়েও আপিল বিভাগ রায় দিয়েছেন। তারপরও আমরা মনে করি রিভিউয়ের সুযোগ আছে। আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাইনি। কপি পেলে রিভিউর আবেদন করব। রিভিউ নিষ্পত্তি হওয়ার আগে যেন মৃত্যুদণ্ড কার্যকর না হয় সেই আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।’
এমন আশঙ্কার কারণ জানতে চাইলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মামলার উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেই সময়েও আমরা রিভিউ করেছিলাম। কিন্তু রিভিউ নিষ্পত্তি হওয়ার আগিই তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর আমরা চেম্বার জজের কাছে গেলে সেই দিনের মতো ফাঁসি কার্যকর বন্ধ করেছিলেন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ও আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানকে মঙ্গলবার গাজীপুরের কাশিমপুরের কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছিল।
আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলছেন, রিভিউয়ের সুযোগ নেই, এই বিষয়ে মাহবুব হোসেন বলেন, ‘আমরা মনে করি সুযোগ আছে। আর যদি আইনে সুযোগ নাও থাকে সে ক্ষেত্রে আপিল বিভাগ নিজে থেকে ন্যায় বিচারের জন্য অনেক বিষয় বিবেচনা করতে পারেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন জায়গার কী সোহাগপুর, এতদিন মানুষ জানলো না, হঠাৎ করে ৪৩ বছর পর সেই জায়গায় সংগঠিত অপরাধের শোনা কথায় কামারুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো।’
তাহলে কি রায় ভুল হয়েছে? জবাবে তিনি বলেন, ‘বিচার কখনো ভুল হয় না। আইনজীবীর কোট পরে আমরা কখনো এই কথা বলতে পারি না। তবে, অধিকতর ন্যায় বিচারের সুযোগ আমাদের সামনে আছে। আমরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছি। আশা করি ন্যায় বিচার পাব। কারণ আপিল বিভাগের এই বিভক্ত রায় রিভিউয়ে টিকবে না।’
সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের আইনজীবীদের মধ্যে শিশির মনিরসহ আসামিপক্ষের সাতজন আইনজীবী উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend