বার্গম্যানকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি খাদ্যমন্ত্রীর
ইংরেজি দৈনিক নিউ এজের ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যানকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান কামরুল। রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে বুধবার দুপুরে যুবলীগ ওই সমাবেশের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার করছি। সুপ্রীম কোর্টের আদালত কক্ষে আমাদের এক নেতা, খ্যাতিমান আইনজীবী, সংবিধান প্রণেতার ইহুদী জামাই বার্গম্যানকে মোবাইলে কথা বলার জন্য আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল।’
কামরুল বলেন, ‘এই বার্গম্যানকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কারণ এই ইহুদী বার্গম্যান, খালেদা জিয়া, কামাল হোসেন ও তথাকথিত বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা সবাই এক।’
বার্গম্যান ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করেছে উল্লেখ করে সাবেক এই আইন প্রতিমন্ত্রী বলেন, ‘এই বার্গম্যান গতকাল (মঙ্গলবার) আলজাজিরা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের কোনো আদালতই আন্তর্জাতিক মানের নয়। অর্থাৎ এই ইহুদী জামাই বলেছে, তার শ্বশুর যে আদালতে প্র্যাকটিস করে, তার স্ত্রী সারা ( ড. কামাল হোসেনের মেয়ে) যে আদালতে প্র্যাকটিস করে সেই আদালতও আন্তর্জাতিক মানের নয়।’
যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ , যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।