‘রায় হয়, খালেদা কোনো কথা বলেন না’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছন, ৭১ এর মানবতাবিরোধীদের রায় হচ্ছে, আর আপনি পক্ষে-বিপক্ষে কোনো কথা বলেন না। আপনি বোবা হয়ে গেছেন। বোবা হয়েই থাকেন। কারণ জনগণ আপনার মুখ খুলতে দেবে না।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ‘জামায়াত-শিবিরের দেশবিরোধী রাজনীতি এবং হরতালের প্রতিবাদে’ বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে কতটা নগণ্য সেটা তাদের অবস্থানেই পরিষ্কার। আগে একটা সময় বলত যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে না। এখন যুদ্ধাপরাধের রায় হচ্ছে, কিন্তু এর পক্ষে-বিপক্ষে কিছুই বলছে না। জনগণ বুঝে আপনার অবস্থান যুদ্ধাপরাধীদের পক্ষেই। কারণ মৌনতা সম্মতির লক্ষণ।’
তিনি বলেন, ‘রাজাকাররা ৭১ সালে আমার মা-বাবা, ভাই-বোনদের হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। এই অপরাধীদের এই দেশের মাটিতে সাজা হবে না তা হতে পারে না। আর এই সাজার প্রতিবাদে হরতাল ডাকা হচ্ছে। কিন্তু জনগণ এই অবৈধ হরতাল প্রত্যাখ্যান করেছে। কারণ এই জনগণই ৭১ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধের কারণে যাদের সাজা হওয়ায় পাকিস্তান সমবেদনা জানায় প্রমাণিত হয় তারা বাংলাদেশী হওয়া সত্ত্বেও তারা পাকিস্তানমনা। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব, সেই সব অপরাধীর লাশও যেন বাংলাদেশে ঠাঁই না পায়। তাদের লাশ যেন পাকিস্তানে পাঠানো হয়।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ চলবে জনগণের প্রত্যাশা, সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর নাই থাকুক, রাজপথে ছিল এবং থাকবে। যেন দেশবিরোধী শক্তি কোনো প্রকার সুযোগ না পায়।’
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মেজবাহ উদ্দিন শফির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম প্রমুখ।