শেরপুরে র্যাবের অভিযানে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
বিশেষ অভিযানের অংশ হিসেবে শেরপুরে ভারতীয় ১২ বোতল মদসহ ফরহাদ আলম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ৫ নভেম্বর বুধবার সকালে শহরের খোয়ারপাড় সংলগ্ন লিখন সিনেমা হলের সামনে থেকে তাকে ১২ বোতল হুইস্কি, দু’টি মোবাইল সেট, একটি সিমকার্ড ও কিছু নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। সে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া গ্রামের জনৈক শুকুর আলীর ছেলে। পরে তাকে মাদক আইনে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পৌণে ১০টার দিকে শহরের খোয়ারপাড় এলাকাস্থ লিখন সিনেমা হলের সামনে পাকা রাস্তায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর এর স্কোয়াড কমান্ডার (এএসপি) মোঃ যুবরাজ হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। ওইসময় ফরহাদ আলমকে ভারতীয় ১২ বোতল মদ ও অন্যান্য মালামালসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।