নান্দিনা বাজারে পাট ও সারের গুদামে অগ্নিকান্ড : প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি

Jamalpur-Fire-pic-05-11-14-300x217জামালপুরের নান্দিনা মধ্যবাজারে পাট ও সারের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে।

নান্দিনা বাজারের ব্যবসায়ী হায়দর আলী ও মোঃ আলী জানান, বুধবার বিকালে হঠাৎ তাদের একটি পাট গুদামে আগুন দেখতে পায়। প্রথমে নিজেরাই নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু মহুতেই পাশের পাট ও সারের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
পাট ও সার গুদাম মালিক ব্যবসায়ী হায়দর আলী ও মোঃ আলী’র দাবি আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবিএম ফেরদৌস।
জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনিসহ চেম্বার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। অর্ধকোটি টাকার পাট, সার ও গুদামের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend