প্রকাশ্যে লাদেনের হত্যাকারী
যুক্তরাজ্য নৌবাহিনীর অবসর প্রাপ্ত কমান্ডো রবার্ট ও’নীল ওসামা বিন লাদেনের কপাল বরাবর গুলি করেছিলেনন। আর তার গুলিতেই লাদেনের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি। শুক্রবার ওয়াশিংটন পোষ্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
গোপন ঐ মিশন সম্পর্কে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে ৩৮ বছর বয়সী রবার্ট জানান, তার করা দুটি গুলিতেই লাদেনের মৃত্যু হয়। এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারীতে এসকয়ার ম্যাগাজিনের কাছে তিনি নিজেকে এক শুটার বলে দাবি করেন। ঐ অপারেশনের অপর দুই কমান্ডো এপির কাছে নীলের কথার সত্যতা স্বীকার করেছে। তারা বলেন নীলের গুলিতেই ৯/১১ এর ঘটনার জন্য দায়ী ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। ওসামা বিন লাদেনকে পাকিস্তানের আ্যাবোটাবাদে যুক্তরাজ্যের এক গোপন অভিযানের মাধ্যমে ২০১১ সালের ২’মে হত্যা করা হয়।