শ্রীবরদীতে হাতি আক্রমনে নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে ভারতীয় বণ্য হাতির আক্রমনে নিহত অমেছা বেওয়া’র শোকাহত পরিবারের মাঝে ময়মনসিংহ বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নিরুপন কমিটির সভাপতি ও ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে নিহত অমেছা বেওয়া’র পুত্র ওয়াজেদ আলী’র হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুুল হক চাঁন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, প্যানেল চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ সহ অনেকই উপস্থিত ছিলেন। বালিজুরী রেঞ্জ কর্মকর্তা বলেন-২০১৪ সালের ১০ই জুন মঙ্গলবার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চাঁন্দাপাড়া গ্রামের বাসিন্দা মৃত সাইদুর রহমানের স্ত্রী অমেছা বেওয়া (৪২) খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির হামলায় নিজ বাড়ীতেই নিহত হয়। পরবর্তীতে তার পুত্র ওয়াজেদ আলী বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১২ এর আলোকে বন বিভাগের কাছে ক্ষতি পূরণের আবেদন করলে কর্তৃপক্ষ এ ক্ষতিপূরণ মঞ্জুর করেন।