জিম্বাবুয়েকে ৩১৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য জিম্বাবুয়ের চাই ৩১৪ রান। অতিথিদের ১০ উইকেট নেয়ার জন্য অন্তত ৬৮ ওভার রয়েছে বাংলাদেশের।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়ের রক্ষণাত্মক কৌশলের জন্য দ্রুত রান তুলতে পারেনি স্বাগতিকরা। পেসাররা অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেন। স্পিনাররা লেগে ছয় জন ফিল্ডার রেখে লেগ স্ট্যাম্পে বল করেন।
২৪৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বিদায় নেয়ার আগে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছান শুভাগত (৫০)। তার ১০৩ বলের ইনিংসটি সাজানো ৪টি চারে। আগের দিন অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহ এদিন নিজের ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। নাটসাই মুশাংওয়ের বলে লংঅফে হ্যামিল্টন মাসাকাদজার পরিণত হয়ে শেষ হয় তার ৭১ রানের ইনিংসটি। শুক্রবার তার অবদান মাত্র ৮ রান।
পঞ্চম দিন স্বাগতিকদের পতন হওয়া চারটি উইকেটই নেন মুশাংওয়ে। মাহমুদুল্লাহর পর তাইজুল ইসলাম, শাহাদত হোসেন ও শুভাগতকে বিদায় করেন এই লেগস্পিনার। বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানান, জয়ের জন্য খেলবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা জানান, লক্ষ্য দেখে তাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।