আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আ’লীগ মুখোমুখি- শ্রীবরদী উপজেলা আ’লীগ একাংশের বিক্ষোভ মিছিল
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
শ্রীবরদী উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আ’লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এনিয়ে গত কয়েক দিন যাবত দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ চলছে। শ্রীবরদী উপজেলা আ’লীগ অঙ্গনে থমথমে ভাব বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
সদ্য গঠিত আহ্বায়ক কমিটির একাংশ অবৈধ আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে। টান টান উত্তেজনা আর থমথমে পরিবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী লাল। বিগত ২০ আগষ্ট শেরপুর জেলা শাখার সিদ্ধান্তে শ্রীবরদী উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করে এবং ১০ অক্টোবর ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এতে বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রেুাহী প্রার্থীর পক্ষে নির্বাচন করে। সদ্য গঠিত আহ্বায়ক কমিটিতে ২ জন যুগ্ম আহ্বায়ক সহ ১৭ জন নেতাকর্মী স্থান পায়। এনিয়ে বর্তমান এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার মধ্যে গ্র“পিং সৃষ্টি হয়। এরই অংশ হিসেবে ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসে আহবায়ক কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি গ্র“পের কোন সদস্য অংশ গ্রহণ না করে আলাদা ৪ নভেম্বর মুক্তিযোদ্ধা সংসদের আহবানে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করে। উক্ত আলোচনা সভায় সদ্য গঠিত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরে ও মুখোমুখি অবস্থান নেয়। পরে ৭ নভেম্বর বিকালে আহ্বায়ক কমিটির ডাকা প্রথম সভায়াহবায়ক ও ২ যুগ্ম আহ্বায়কসহ ২০ জন সদস্যের উপস্থিতিতে কাকিলাকুড়া ও রাণীশিমূল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর প্রতিবাদে শনিবার বিকালে এমপি গ্র“প বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শহরের শহীদ মিনার চত্বরে আহ্বায়ক কমিটির সদস্য এবং সদ্য বিলুপ্ত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, কৃষক লীগ আহ্বায়ক আব্দুল কাদির, আ’লীগ নেতা এম এ মোনায়েম, আব্দুল মোতালেব, শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, সুজন রেজা ও রফিকুল ইসলাম প্রমূখ।