শেরপুরে কামারুজ্জামানের মামলায় সাক্ষীদের সুরক্ষায় সভা অনুষ্ঠিত
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সুরক্ষায় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৯ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাক্ষী সুরক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহজাহান মিয়া, ৫ উপজেলার ইউএনও, ওসি, র্যাব, বিজিবি প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোহন মুন্সী, মজিবর রহমান পানু ও সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন চূড়ান্ত বিচারে কামারুজ্জামানের ফাঁসি বহালের পর থেকে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয় তুলে ধরেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান বলেন, নিরাপত্তার প্রশ্নে সোহাগপুর বিধবাপল্লীতে ইতোমধ্যে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সোহাগপুর বিধবাপল্লীসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য সাক্ষীদের প্রতিও পুলিশের পাশাপাশি র্যাব নজর রাখছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত সকল বিভাগের সদস্যদের আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান নেয়ার উপর গুরুত্বারোপ করেন। অন্যথায় কারও অবহেলার কারণে অনাকাংখিত ঘটনা ঘটে গেলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদেরকেই বহন করতে হবে বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।