‘যাদের হাতে শহীদের রক্ত তাদের সঙ্গে সংলাপ নয়’
বিএনপির সংলাপের প্রস্তাবকে নাকচ করে দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যাদের হাতে শহীদের রক্ত, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’
শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৬৪তম জন্মবাষির্কী উপলক্ষে রবিবার সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যারা আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়াকে হত্যা করেছে, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে, শেখ হাসিনাকে হত্যা করতে গিয়ে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না পারে না।’
আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘দেশে মধ্যবর্তী কোনো নির্বাচন নয়, নির্বাচনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো: ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সুবান গোলাপ, আহসানউল্লাহ মাষ্টারের ছেলে গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান প্রমুখ।