সোহাগপুর বিধবা পল্লী বিধবাদের নিরাপত্তায় পুলিশের অস্থায়ী ক্যাম্প
কামারুজ্জামানের ফাঁসির আদেশ ও রায় কার্যকরের প্রেক্ষিতে শেরপুর জেলার নালিতাবাড়ীর আলোচিত সোহাগপুর বিধবা পল্লী’র বিধবাদের নিরাপত্তা প্রদানের জন্য ৮ নভেম্বর একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার শাজাহান মিয়া জানান, মূলত বিধবা পল্লীর বাসিন্দাদের নিরাপত্তা বিধানের জন্যই এই পুলিশ ক্যাম্প। তবে পুলিশ ক্যাম্পটি অস্থায়ী বলেও তিনি জানান।
জানা গেছে, একজন উপপরিদর্শকের নেতৃত্বে ১৫ জন পুলিশের একটি দল বিধবা পল্লীর নিরাপত্তা বিধান করবে। বর্তমানে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ ভবনটিতে পুলিশ দলের থাকার ব্যবস্থা করা হয়েছে।