চুমুর মতো চমৎকার জিনিস আর হয় না- তাসলিমা নাছরিন
চুমুর মতো চমৎকার জিনিস আর হয় না। দিন দুপুরে চুমু খাব, প্রকাশ্যে খাব, একশ লোককে দেখিয়ে চুমু খাব। -এরকম একটি আন্দোলন চলছে এখন ভারতে। কেরালা থেকে কলকাতায়…
ছেলে মেয়েদের রাস্তায়-নদীর পাড়ে-পার্কে ঘনিষ্ঠ হয়ে বসতে দেখলেই পুলিশ এসে ঝামেলা করে। প্রেম করা যেন অন্যায়। ভালবাসা টালবাসা চলবে না। প্রেম, চুমু, হাত ধরে হাঁটা–এসব নাকি অশ্লীল। ভায়োলেন্স কি অশ্লীল? আমার মনে হয় না কেউ বলবে ভায়োলেন্স অশ্লীল।
রাস্তা ঘাটে মানুষকে অসম্মান কর, গালি দাও, যৌন হেনস্থা কর, মারো, গরিব পকেটমারকে সবাই মিলে মারতে মারতে মেরেই ফেল, কিছুই অশ্লীল নয়। অশ্লীল সেই দৃশ্যই যখন তুমি ভালোবেসে কারো হাত স্পর্শ করবে, ভালোবেসে কারো ঠোঁটে চুমু খাবে।
ভালবাসা অপরাধ, চারদিকে ঘৃণার জয়জয়কার।
[ফেসবুক থেকে সংগৃহিত]