শেরপুরে ককটেল বিম্ফোরণ : শিবির নেতা গ্রেফতার
শেরপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নাহিদ হাসান (১৮)-কে শিবিরের শতাধিক সাংগঠনিক ও জিহাদি বইসহ গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের বিল্লাল হাসানের ছেলে। ২০১২ সালের ১ মে ছাত্র শিবিরে যোগদান করে নাহিদ। বর্তমানে সে শেরপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, রবিবার সন্ধ্যায় শহরের সজবরখিলা এলাকায় শিবির নেতা নাহিদ হাসানের নেতৃত্বে আলবদর নেতা মৃত্যুদন্ডপ্রাপ্ত কামারুজ্জামানের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল বের করে। এসময় ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ শহরের ব্যাপক তল্লাশী চালায়। পরে রাতে শহরের সজবরখিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তারপর অভিযান চালানো হয় উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে। এসময় পুলিশ নাহিদের শয়ন কক্ষ থেকে উল্লেখিত বই উদ্ধার করে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।