কামারুজ্জামানের ছেলের বক্তব্য আদালত অবমাননার শামিল: এ্যাটর্নী জেনারেল
দুপুর সোয়া একটার দিকে জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল চ্যালেঞ্জ করে বলেছেন, তার বাবার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। তার বাবা কোনো ধরনের খুন বা ধর্ষনের সাথে জড়িত নয়। এমন বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম।
বেলা পৌনে দুইটার সময় সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন মাহবুবে আলম।
সাংবাদিক সম্মেলনে বলা হাসান ইকবালের কথা আদালতের নজরে আনবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, পাগলামির মতো সব কথা-বার্তা কোর্টের নজরে আনার দরকার নেই।
এর আগে সংবাদ সম্মেলনে হাসান ইকবাল বিভিন্ন সময়ে প্রকাশিত একাধিক বই ও প্রতিবেদনের সূত্র উল্লেখ করে দাবি করেন, ট্রাইবুনালের সাক্ষী থেকে শুরু করে লিখিত কোনো প্রতিবেদনে সোহাগপুরের ঘটনায় আমার বাবার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই ওই ঘটনায় জড়িয়ে তার বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয়েছে তা সঠিক নয়। রিভিউ পিটিশনে গেলে এসব অভিযোগ টিকবে না বলেও দাবি করেন হাসান ইকবাল।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে কামারুজ্জামানের ছেলেকে তার পিতার বিরুদ্ধে দেওয়া মোহন মুন্সীর সাক্ষ্য দেখার পরর্মশ দেন মাহবুবে আলম।