নারী সাফে এবারও একই গ্রুপে বাংলাদেশ-ভারত
প্রথম দুই আসরের মতো এবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় এ টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে আফগানিস্তান ও মালদ্বীপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ১৫ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। ১৭ নভেম্বর গ্রুপের শেষ প্রতিপক্ষ মালদ্বীপ। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেকার ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপের অন্য দুই দল নেপাল ও ভুটান।
চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে সোমবার দুপুর ১.৩৫ টায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। দলের সদস্য সংখ্যা ২৯।
এবার বাংলাদেশ স্বপ্ন দেখছে ফাইনাল খেলার।