৫ ঘণ্টায় ১৪৪ মামলা
ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করে পাঁচ ঘণ্টায় ১৪৪টি মামলা করেছে গাজীপুর ট্রাফিক বিভাগ।
ছয়টি স্পটে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোডে ২০টি, কলেজ গেটে ১৭টি, গাজীপুরায় চারটি, জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় ৪৩টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। একই সময় ঢাকা-উত্তরবঙ্গ রোডের কালিয়াকৈরের চন্দ্রায় ২০টি ও সিলেট বাইপাসের মীরের বাজারে ৪০টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি আরও জানান, ‘প্রচারণার কারণে ফিটনেসবিহীন গাড়ি আজ তেমন রাস্তায় নামেনি।
উল্লেখ্য, প্রতি মাসে জেলায় প্রায় ২৫০টি মামলা দায়ের হয়।