পরীক্ষার খাতা বাইরে লেখায় শ্রীবরদীতে এক মহিলার ২ বছরের জেল
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে বাংলাদেশ কারিগরী শিা বোর্ডের নবম শ্রেনীর বোর্ড পরীক্ষার খাতা পরীা কেন্দ্রের বাইরে এনে লিখার সময় ওই পরীক্ষার্থীর বড় বোনকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, কারিগরী শিা বোর্ডের নবম শ্রেনীর গণিত পরীরর দিন মঙ্গলবার শ্রীবরদীর হালগড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে খাতা বাইরে এনে লেখা অবস্থায় পরীার্থী সোহেল মিয়ার বড় বোন উপজেলার কুরুয়া পশ্চিম পাড়া গ্রামের জগলুল পাশার স্ত্রী ঝড়না পারভীন (৩০) কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন ঝড়না বেগমকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। পুলিশ ওই দিনই ঝড়না বেগমকে জেলখানায় প্রেরণ করেছে।