বন্ধ হয়ে গেল ১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড

image_149867.44১০ এবং ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড এখন থেকে আর চালু থাকবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। যাদের কাছে এখনো এই দুই ধরনের প্রাইজবন্ড আছে, তাদের তা ৩১ জানুয়ারির মধ্যে নগদায়ন অথবা বদল করে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে।
বেশ কয়েক বছর ধরে ১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড বিক্রি বন্ধ রেখেছিল সরকার। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তা চূড়ান্তভাবে বন্ধ করা হলো। ৩১ জানুয়ারির মধ্যে যারা এই দুই ধরনের প্রাইজবন্ড নগদায়ন কিংবা বদলে নেবেন না, পরে তাদের আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend