ঝিনাইগাতীতে আমনধান কাটা শুরু: কৃষকদের মুখে আনন্দের হাসি
ঝিনাইগাতী প্রতিনিধি
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষাণ-কৃষাণীরা আমনধান কাটা ও মাড়াই কাজে এখন ব্যস্ত সময় পাড় করছেন। ধানের ফলনও ভালো হওয়ায় কৃষকদের চোখে মুখে এখন তৃপ্তির হাসি পরিলক্ষিত হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলার কৃষকরা পাইজাম, বাইশমুঠি ও বীনা-৭সহ প্রায় তিন হাজার হেক্টর জমিতে আগামজাতের ধানের আবাদ করেছেন। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি হেক্টর জমিতে ১০০ মণ করে ধান উৎপাদন হচ্ছে। আগাম জাতের ধানের উপকারিতা সম্পর্কে উপজেলা কৃষি সম্প্রাষারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কোরবান আলী ও কৃষকরা জানায়, এসব ধান অন্য ধানের তুলনায় এক মাস পূর্বে ফসল ঘরে উঠে। এতে অভাব মোকাবেলায় সহায়তা করে। ধান ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ ও রোগ বালাই তেমন হয় না। এ ছাড়া ধান কাটার পর ওই জমিতে বোরো ধান রোপনের পূর্বেই, সরিষা গম ও ভূট্রাসহ বিভিন্ন প্রজাতির আবাদ করে অতিরিক্ত ফসল উৎপাদন করা সম্ভব।