ঝিনাইগাতীতে অটোরিক্সা চালানোর দাবীতে চালক-মালিকদের মৌন মিছিল !
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ
১২ নভেম্বর বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারী চালিত অটো রিক্সা চালানোর দাবী ও থানা কর্তৃক জব্দকৃত ব্যাটারী ফেরত দেওয়ার দাবীতে ৩ শতাধিক চালক-মালিক একটি মৌন মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করে। গত ১০ নভেম্বর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন অটো রিক্সা চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে অনেক অটো রিক্সার ব্যাটারী জব্দ করে হাইওয়ে অটো রিক্সা চলাচল বন্ধ করে দেয়। এ অবস্থায় উপজেলার শত শত অটো রিক্সা চালক বেকার হয়ে পড়েছে। ফলে দরিদ্র চালক ও মালিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে আসছে। অপরদিকে চলতি জে,এস,সি ও জে,ডি,সি পরীক্ষার্থী সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ সুযোগে সাধারণ রিক্সা চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে আসছে। অটোরিক্সা চালক মালিকদের দাবী অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের অটোরিক্সা চালিয়ে জীবিকা অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।