শ্রীবরদীতে পৌর বিএনপি’র আহব্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

bnp-logo-up1শ্রীবরদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি শ্রীবরদী পৌর শাখার নবগঠিত আহব্বায়ক কমিটির প্রথম সভা গতকাল বুধবার বিকেলে পৌর মেয়র আব্দুল হাকিমের উত্তর বাজারস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি’র আহব্বায়ক জামাল উদ্দিন জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি’র আহব্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর পৌরসভার সাবেক পৌরপতি ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আব্দুর রাজ্জাক আশিষ, শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বি.এন.পি’র যুগ্ম আহব্বায়ক মোঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম আহব্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহব্বায়ক ও পৌর মেয়র আব্দুল হাকিম, যুগ্ম আহববায়ক মাহফুজুর রহমান আঙ্গুর, আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম সোহান, পৌর যুবদলের আহব্বায়ক হাবিবুর রহমান কালু, উপজেলা ছাত্রদল সভাপতি রেজুয়ান উল্লাহ, সাধারণ সম্পাদক ইখলাছুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম লাকি, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আনিছ চৌধুরী, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মোঃ হারুন অর রশীদ সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাহমুদুল হক রুবেল বলেন- হামলা মামলা দিয়ে বিএনপি’র আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের মানুষ বর্তমানে আওয়ামীলীগের দুঃশাসন থেকে বাঁচতে চায়। প্রতিটি সেক্টরে অবাধে উন্নয়নের নামে লুটপাট চলছে। বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে রীতিমতো মিথ্যা খেলায় মেতে উঠেছে। সরকারের দুর্ণীতি ও অনিয়মের তথ্য ধামা চাপা দিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বর্তমান সরকারের নির্যাতন-নিপিড়ন ও হয়রানী বন্ধে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অবিলম্বে সংসদ নির্বাচনের দাবীতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন-শ্রীবরদী পৌর বিএনপি’র ৯টি ওয়ার্ডে অবিলম্বে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আর এ কমিটির মাধ্যমেই আগামী দিনে শ্রীবরদী পৌর এলাকা থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend