জিল্লুর রহমানের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে বৃহস্পতিবার
প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জনিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ শিক্ষাবিদের কফিন শহীদ মিনারে রাখা হবে। এর আগে সকাল ৯টায় তাকে সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।
পরে জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে । তবে তাকে কোথায় দাফন করা হবে-সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান গোলাম কুদ্দুছ।
তবে তিনি বলেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।
জিল্লুর রহমান সিদ্দিকী মঙ্গলবার রাত পৌনে ১২টায় ঢাকার বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।