টেস্টে জয়, মিসবাহর রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবিতে টেস্টে জিতে রেকর্ড গড়েছে দলের অধিনায়ক মিসবাহ-উল হক। ফলে পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট জয়ী অধিনায়কের রেকর্ড এখন তার। একই সাথে ছাড়িয়ে গেলেন জাভেদ মিয়াঁদাদ এবং ইমরান খানকে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নয় নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৮ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। এই জয়ের মধ্যে দিয়ে মিসবাহ-উল হক পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ টেস্ট জয়ী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন। তার হাতে পাকিস্তান জিতলো মোট ১৫টি টেস্ট। এর আগে ইমরান খান এবং জাভেদ মিয়াঁদাদ অধিনায়ক থাকাকালীন সর্বোচ্চ ১৪টি টেস্ট জেতেন।

উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক পাকিস্তান।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংস : ৫৬৬/৩ (ডিক্লেয়ার); ১৭০.৫ ওভার (সেহজাদ ১৭৬, মিসবাহ* ১০২, ইউনিস* ১০০, হাফিজ ৯৬; অ্যান্ডারসন ২/৬৮)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ২৬২/১০; ৮৭.৩ ওভার (লাথাম ১০৩, অ্যান্ডারসন ৪৮; রাহাত ৪/২২, বাবর ৩/৭৯)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ১৭৫/২ (ডিক্লেয়ার); ৩৯.২ ওভার (হাফিজ* ১০১, ইউনিস ২৮; সোধি ২/৬৬)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : ২৩১/১০; ৭০.৩ ওভার (সোধি ৬৩, ম্যাককুলাম ৩৯; ইয়াসির ৩/৭৪, ইমরান ২/৩৭, রাহাত ২/৪৮, বাবর ২/৪৮)

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend