মরক্কোতেই বসছে ক্লাব ওয়ার্ল্ড কাপের আসর
ইবোলার কারণে আফ্রিকান নেশনস কাপ আয়োজনে অস্বীকৃতি জানিয়েছিলো মরক্কো। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনে কোন বাঁধা থাকছেনা। তাই মরক্কোতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ক্লাব টুর্নামেন্টের সবচেয়ে বড় এই আসর। খবর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার।
গতকাল ফিফা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, মরক্কোতে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনের প্রস্তুতি ভালোভাবেই চলছে। কারণ সেখানেই প্রতিযোগিতাটি আয়োজিত হবে। গতবারও আফ্রিকার দেশ মরক্কোতেই ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল। বাৎসরিক এই টুর্নামেন্টটিতে প্রত্যেকটি মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলো অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এবারের ক্লাব ওয়ার্ল্ড বিশ্বকাপে অংশ নিবে রিয়াল মাদ্রিদ (ইউরোপ), সান লরেঞ্জো (দক্ষিণ আমেরিকা), ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স (এশিয়া), অকল্যান্ড সিটি (ওশেনিয়া), ক্রুল আজুল (কনকাকাফ), এন্টেনটি সেটিফ (আফ্রিকা) এবং স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন মোগারেব প্রতিনিধিত্ব করবে।