ঠিক ভাবে পড়ালেখা করলে চাঁদাবাজি করতে হবে না: ছাত্রলীগকে জয়

ছাত্রলীগ নেতাকর্মীদের ভালোভাবে পড়ালেখা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় জয় ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভালোভাবে পড়ালেখা কর, তাহলে তোমাদের চাঁদাবাজি করতে হবে না। বৃহস্পতিবার সকালে গণভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের দেশ অর্থনৈতিক গতিতে বিশ্বের মধ্যে চতুর্থ। এখানে নিজের পায়ে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। এখানে দুর্নীতি চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ডিজিটাল সেন্টারে ছেলে মেয়েরা তাদের মেধা খাটিয়ে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। তোমরাও ভালোভাবে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। তোমরা এমন কোনো কাজ করবে না যাতে করে ছাত্রলীগের বদনাম হয়।

ছাত্রলীগের সভাপতি এইএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলে আলম উপস্থিত ছিলেন।

 

সূএঃ প্রিয়.কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend