রোনালদোর রেকর্ড গোলে পর্তুগালের জয়
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পর্তুগালকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের রেকর্ড গড়া একমাত্র গোলেই আর্মেনিয়াকে হারিয়েছে পর্তুগিজরা।
আর ইউরোর চূড়ান্ত ও বাছাই পর্ব মিলিয়ে এটি রোনালদোর রেকর্ড ২৩তম গোল। ২২ গোল করা তুরস্কের হাকান সুকুর ও ডেনমার্কের ডেল টমাসনকে ছাড়িয়ে গেলেন পর্তুগালের এই তারকা।
আলবেনিয়ার কাছে হেরে এবারের বাছাই পর্ব শুরু করা পর্তুগাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল।
শুক্রবার রাতের জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোনালদোর দল।
নিজেদের মাঠে প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে নানির বাড়িয়ে দেয়া বলে রোনালদো শট নিলেও তা ঠিকানা খুঁজে পায়নি। তবে স্বাগতিকদের হতাশা ঘোঁচে তিন মিনিট পরই। গোলপোস্টের খুব কাছ থেকে নেয়া শটে গোল করেন রোনালেদো।
‘আই’ গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে তারা। অন্যদিকে দুই ড্রয়ের পর তৃতীয় ম্যাচে হারে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে সার্বিয়া।