খাগড়াছড়িতে গ্রেনেড বিস্ফোরণে ২ বিজিবি সদস্য নিহত
প্রশিক্ষণের সময় খাগড়াছড়িতে গ্রেনেড বিস্ফোরণে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর দুই সদস্য মারা গেছেন। আহত হয়েছেন পাঁচ জন। নিহতরা হলেন, নায়েক সুবেদার আবুল কাশেম ও সিপাহি হাসান। আহত পাঁচজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বোরবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানান, নায়েক সুবেদার আবুল কাশেম প্রশিক্ষণ দিচ্ছিলেন। সিপাহী হাসান ছিলেন প্রশিক্ষণার্থীদের মধ্যে। এ সময় হঠাৎ গ্রেনেড বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন, আহত হন অন্তত ১০ জন।