শ্রীবরদীতে আ‘লীগের দু‘গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৭৭ জনের নামে পৃথক ৩ মামলা
গত ১১ নভেম্বর শ্রীবরদীতে আওয়ামীলীগের দু‘গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭৭ জনের নামে পৃথক ৩টি মামলা হয়েছে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে চলমান বিবাদের সূত্র ধরে ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে উভয় গ্রুপ সভা আহবান করে। এতে বিকাল ৩ টার দিকে উভয় গ্রুপ সমাবেশের চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়। এ নিয়ে আহবায়ক কমিটির পক্ষের ২নং যুগ্ন আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন বাদী হয়ে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালত, শেরপুরে ৩৭ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আদালত মামলাটি এফআইআর করার জন্য শ্রীবরদী থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্দেশ দিয়েছে। মামলায় আসামী করা হয়েছে শ্রীবরদী পৌর বিএনপি‘র যুগ্ন আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল (৩৫), তাঁর ছোট ভাই স্বেচ্ছাসেবকদল নেতা জেসমিন (২৫) ও শ্রীবরদী সরকারী কলেজ ছাত্রদল সভাপতি আনিছ (২৮), খামারিয়া পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মামুন (২২), ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জুয়েল আকন্দ (৩০), তার ৪ ভাই মানিক (৩৩), আলহাজ্ব মিয়া(৩৮), চাইনিজ (৩৫) ও মান্নান (৪০), পৌর যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান কালু (৩৫), খামারিয়া পাড়া গ্রামের মৃত আ: ছালামের ছেলে রুবেল (২৮), মৃত মোস্তফার ছেলে আনিছ (২৩), কালুর ছেলে খসরু (২৬), আবেদ আলীর ছেলে ডিস বাবু (৩২), পৌর ছাত্রদলের সভাপতি রিপন (৩২), রতন মিয়ার ছেলে শাহীন (৩২), কালু মিয়ার ছেলে আজি (২৫),উপজেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল (৫২), উত্তর শ্রীবরদীর মৃত রহিমউদ্দিনের ছেলে লাকী (৩৭), কান্দু মিয়ার ছেলে মানিক (২৭), চাঁন মিয়ার ছেলে শাকিল (২০), মৃত গফুর বেপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুন টালু (৪৫), তারাকান্দি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৮), সাতানী শ্রীবরদীর জালাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৩), গেদু মেম্বারের ছেলে জাকির (৪৬), থোকন মিয়ার ছেলে রুবেল (৩০), মফিজ উদ্দিনের ছেলে ইমরান(২৬), জাকির হোসেনের ছেলে নাজমুল (২০), তাতিহাটি নয়াপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বাকীর ছেলে সুজন (৩২), সদ্য বিলুপ্ত উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম (৪২), এমপি ফজলুল হক চাঁনের সাবেক পিএস আমিরুল (৪২), উপজেলা কৃষক লীগের আহবায়ক আঃ কাদির (৫৩), বিলভরট আটানীপাড়া গ্রামের যুদ্ধাপরাধী মাইনুল হকের ছেলে সাইফুল, উত্তর বাজারের আঃ গফুর সরকারের ছেলে সোহাগ (৩০), ছনকান্দা গ্রামের নিলু মিয়ার ছেলে শামীমুর রহমান (৩২), মহেষ মাষ্টারের ছেলে দুলাল (৪৭) ও জহুরুল হকের ছেলে রফিকুল।
অপরদিকে ১৫ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আশরাফ হোসেন থোকার বড় ছেলে মোঃ আছলাম শহীদ শাহীন বাদী হয়ে শ্রীবরদী থানায় ১৮ জনের নামে আরো একটি মামলা দায়ের করেছে। শ্রীবরদী থানার ওসি মামলাটি তদন্ত করার জন্য এসআই আবুল কালামকে দায়িত্ব দিয়েছে।
একই ঘটনায় ১৫ নভেম্বর আহবায়ক কমিটি বিরোধী এমপি ফজলুল হক চাঁন গ্রুপের পক্ষে খামারিয়াপাড়া গ্রামের ইসমাইল আকন্দের ছেলে আলহাজ্ব আকন্দ বাদী হয়ে শ্রীবরদী ৪০ জনের নামে একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন আহবায়ক আঃ মতিন (৪৫), মথুরাদী গ্রামের আকাশ (২২), পিতা দুদু মিয়া, ২ নং যৃগ্ন আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন (৪৮), আহবায়ক আশরাফ হোসেন থোকার ২ ছেলে মোঃ শাহিন মিয়া (৩৮) ও শাকিল মিয়া (৩০), মুন্সীপাড়া গ্রামের ছানু মিয়া (২৫), পিতা মৃত আবু জাফর, আক্রাম মিয়া (২৫), পিতা খুকু মিয়া,আমের আলী (৪০), পিতা রহিজ উদ্দিন, খামারিয়া পাড়া গ্রামের খাটু মিয়া (৩০) পিতা আঃ জব্বার, ছাত্রলীগের সাবেক আহবায়ক মেরাজ (২৪), সাতানী শ্রীবরদীর রুমান (২৪) ও মিজান (২৮) পিতা আঃ রাজ্জাক, সিয়াম (২০) পিতা ছামসুল হক মৃধা, বালিয়াচন্ডি হুজুরী পাড়ার শাহজাহান (৪০) পিতা মৃত কাইলে, কলাকান্দা গ্রামের মোস্তফা (২০) পিতা মনু মিয়া, বন্ধ ধাতুয়ার রফিক (২৫) পিতা মজি মিয়া, লক্ষিডাংরি গ্রামের আবুল কাশেম(৪২) পিতা রহিজল হক,তারাকান্দি গ্রামের তারা মিয়া (৩০), পিতা ফেলু শেখ, চরকাউরিয়ার আক্রাম হোসেন (৫৫) পিতা মৃত আঃ জব্বার শেখ, কুরুয়া পশ্চিম পাড়ার মানিক (২৮) ও সইদুর রহমান ছুটি (৩০) পিতা মৃত মছির উদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর (৪০), খামারিয়া পাড়া গ্রামের লাল ঠাকুর (৩৮) পিতা আঃ জলিল, খাটিয়াডাংগা গ্রামের জাহাঙ্গির আলম (৩৮) পিতা কফিল উদ্দিন, খোশালপুর গ্রামের আজিজুর রহমান ছোট গেল্লা (৫৬), পিতা মৃত ময়েজ উদ্দিন, খাটিয়াডাংগা গ্রামের বাবু (৩০) পিতা আঃ জব্বার, তাপস (৩৫) ও শাওন (৩০) পিতা আঃ কাদের, আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ঢনা (৫০), গেরামারা গ্রামের জামির আলী (৩০) পিতা মন্ডল নাপিত, শ্রীবরদী বাজারের সাদা মিয়া (৩৮) পিতা চৌদ্দশ, মুন্সীপাড়া গ্রামের হাফিজুর (২৭) পিতা মৃত বাচ্চা গেল্লা, খামারিয়া পাড়া গ্রামের শফিকুল (২৫) পিতা নূর ইসলাম, মথুরাদী গ্রামের আহালু (৩২) পিতা জালাল, তাতিহাটি গ্রামের মিষ্টার (৪৫) পিতা আশরাফ আলী, হানিফ (৩০) পিতা আশরাফ আলী মিস্ত্রী, বিলভরট গ্রামের আঃ ছাত্তার (৪০) পিতা মৃত জমির উদ্দিন, মিশু (২০) পিতা আঃ ছাত্তার ও বালিজুরি গ্রামের নুরুল হক (৫০) পিতা আছমত আলী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই বশির আহমেদ বাদল কে অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছে।