শ্রীবরদীতে হাতির আক্রমনে আহত ও প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরণ
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমনে আহত ও প্রতিবন্ধিদের মাঝে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন চেক বিতরণ করেন। এসময় সমাজ কল্যাণ অধিদফতরের উপ-পরিচালক এ এম আর ওয়াহিদুজ্জান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, রাণিশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবীর, ভায়াডাঙ্গা প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক ওয়াসেক বিল্লাহ বিল্লাল উপস্থিত ছিলেন। ত্রান ও পুনর্বাসন শাখার মানবিক সহায়তা কর্মসুচির আওতায় বন্য হাতির আক্রমনে আহত রাঙ্গাজান গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শাহজাহানকে ৩ হাজার ও একই গ্রামের কছিমদ্দিনের ছেলে রবিজল হককে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। তারা বিগত ১৮ অক্টোবর হাতির আক্রমণে গুরুতর আহত হয়। অপরদিকে একই সময়ে সমাজ কল্যাণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ টি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার বিপরীতে মোট ৫৬ হাজার এবং ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৭ হাজার ১ শত টাকার চেক বিতরণ করা হয়।