সরকারের গোমর ফাঁক করে দিয়েছেন এইচটি ইমাম: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যে সরকারের গোমর ফাঁক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
গত বুধবার এক অনুষ্ঠানে ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগ নেতাদের সরকারি চাকরি দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সূত্র টেনে রুহুল কবির রিজভী বলেন, এইচ টি ইমামের বক্তব্য থেকেই দেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় এসেছে এবং তারা কী করতে চায়।
রোববার পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় জামিন নিতে গেলে যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও দুই পৌর মেয়রসহ ৪৩ বিএনপি নেতাকে কারাগারে পাঠান আদালত। রুহুল কবির রিজভী এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগের মতো অ্যানালগমার্কা ডিজিটাল নয়, সত্যিকারের ডিজিটাল আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।