নেইমার-দুঙ্গাকে দায়ী করলেন সিলভা
বিশ্বকাপের পর কোন ধরণের আলোচনা ছাড়ায় ব্রাজিলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে ব্রাজিলের বর্তমান কোচ দুঙ্গা এবং সতীর্থ নেইমারকেই দায়ী করলেন থিয়াগো সিলভা।
সিলভাকে সরিয়ে দেওয়ার পর অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নেইমারকে। এ সম্পর্কে মনঃক্ষুণ্ণ সিলভা গ্লোবস্পোর্টসডটকমকে বলেন, ‘এটা আমার সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল।এতে আমি খুবই কষ্ট পেয়েছিলাম।’
উল্লেখ্য, বিশ্বকাপের সময় ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার সিলভা। অবশ্য চোটের জন্য জার্মানির বিপক্ষে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব থেকে বিদায় নেন ফেলিপে স্কলারি। আর তার পরিবর্তে দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন দুঙ্গা। আর সিলভাকে সরিয়ে অধিনায়ক করা হয় নেইমারকে।