ধারাভাষ্যকার মঞ্জুর হোসেন মিন্টু আর নেই
এই তো কিছু দিন আগেও ভরাট গলায় ধারাভাষ্য দিয়েছেন বেতারে। বয়স হয়েছিল। কিন্তু চলে-ফিরে বেড়াতেন নির্দ্বিধায়। শেরেবাংলা কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়াম—যেখানেই খেলা হত, মঞ্জুর হাসান মিন্টুকে দেখা যেত সেখানেই। ছোট্ট একটি ডায়রি হাতে কেতা-দুরস্ত মঞ্জুর হাসান মিন্টু দাপিয়ে বেড়াতেন মিডিয়া-সেন্টার। বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের অন্যতম প্রবাদ-পুরুষই বলা চলে তাঁকে। আজ তিনি চলে গেলেন না-ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।