একটি দুটি নয়, আট হাত-পা বিশিষ্ট ঈশ্বর শিশুর জন্ম

Boyভারতের পশ্চিমবঙ্গে একটি দুটি নয়, আট হাত-পা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে।

চারটি হাত এবং চারটি পা-সহ জন্ম নেয়া নবজাতকটিকে দেখতে দলে দলে হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে। তারা শিশুটিকে প্রভুর বাচ্চা (God baby) বলে অভিহিত করছেন। বহু অঙ্গ-প্রত্যঙ্গবিশিষ্ট লোকের জন্ম দেশটির হিন্দু উপাসকদের কাছে সাধারণ একটি বিষয় বলে পরিগণিত। কারণ হিন্দু দেবতাদের অনেকে অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন।

প্রতিবেশী গ্রামের উৎসকু বিশ্বাসীরা জায়গাটিতে ভিড় জমাচ্ছেন। অবস্থা এরকম লোকরণ্য নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ছে।

১০০ মত লোক বাড়ির পাশের রাস্তায় প্রার্থনা করছেন।

পরিবারের এক স্বজন বলেন, যদিও নার্স শিশুটিকে বিকলাঙ্গ বলে ঘোষণা করেছেন, কিন্তু তিনি এটাকে প্রভুর নিদর্শন হিসেবে দেখতে পাচ্ছেন। তিনি উদ্ধুতি করেন, এটা অলৌকিক, এটা প্রভুর বাচ্চা।

চিকিৎসক জানান, জরায়ুতে জমজ শিশুর অঙ্গপ্রতঙ্গগুলো জোড়া লেগে একটিতে রুপ নেয়ায় এমনটি ঘটেছে। এ অবস্থা ‘parasitic twin’ হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: এমির‌্যাটস২৪

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend