‘৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছে এমন কাউকে খুঁজে পাইনি’

dr-kamal-1সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘আমার দুর্ভাগ্য যে, ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছে এমন কাউকে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি।’
সুপ্রীম কোর্ট বার ভবনের দুই নম্বর হলে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ৭২’র সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বুধবার তিনি এ কথা বলেন। সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ড. কামাল হোসেন বলেন, ‘এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে, জনগণ দেশের সকল ক্ষমতার মালিক। দেশে সকল প্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের মাধ্যমে।’
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ছাড়া প্রতিনিধি নির্বাচিত হতে পারে না। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যখন প্রতিনিধি নির্বাচিত হবে, তখনই জনগনের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে।’
সিনিয়র এ আইনজীবী বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন ১৯৮৬ সালে প্রথম শুরু হয়েছে। শাসক দল দাবি করতে পারে যে, ভোটারবিহীন নির্বাচন ঠিক আছে। কিন্তু এটা গণতন্ত্র নয়।’
বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন, ‘বিচারপতি নিয়োগ হতে হবে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে।’ বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সিনিয়র আইনজীবী ও অন্য বিচারপতিদের মতামত নেওয়া দরকার বলেও মনে করেন বিশিষ্ট এ আইনজীবী।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা মাসদার হোসেন মামলায় হাইকোর্টের রায়কে আপিল বিভাগে চ্যালেঞ্জ করেছিলেন।’
অনুষ্ঠানে বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে বিচারপতি ও বিচারকদের যোগ্যতা ও মেধা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend