দুর্নীতিবিরোধী কর্মসূচির ডাক নাগরিক ঐক্যের
দুর্নীতিকে ‘না’ বলুন স্লোগান নিয়ে এর বিরুদ্ধে কর্মসূচির ডাক দিয়েছে নাগরিক ঐক্য। আগামী ২৮ নভেম্বর শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে দুর্নীতিবিরোধী কর্মসূচি পালিত হবে।
বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে নাগরিক ঐক্যের ব্যানারে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ।
বৈঠক শেষে মান্না সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করা বর্তমানে রাজনীতিরই একটা অংশ। আমরা সবাই মিলে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ জন্য নাগরিক ঐক্যের ব্যানারে কর্মসূচি দেওয়া হলেও সমমনা দলগুলোকে এ আন্দোলনে শামিল হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানাতেই এই বৈঠক ডাকা হয়।’
আগামী ২৮ নভেম্বরের কর্মসূচিতে জেএসডি, বাসদ, গণফোরাম ও সিপিবির নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান মান্না।
তিনি বলেন, ‘কর্মসূচিকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই লিফলেট বিতরণ শুরু করেছি।’
নাগরিক ঐক্যের ওই লিফলেটে বলা হয়, ‘সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় বলেই ক্ষমতাশালী রাজনৈতিক, সুবিধাভোগী-পেশাজীবীদের মতো প্রশাসনেই দুর্নীতি অবাধ হয়ে উঠছে। দুর্নীতি আমাদের সব অর্জনকে ধূলিস্মাৎ করে দিচ্ছে। তারপরও আমাদের টনক নড়ছে না।’