শেরপুরে গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধির উপর আপি’র কর্মশালা
কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প ‘আপি’ আয়োজনে কৃষিতে গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধিকরনে কৃষাণ-কৃষাণীদের নিয়ে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২০ নভেম্বর বৃহস্পতিবার ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। ওইসময় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আব্দুস সালাম, আপি’র ওয়ালমার্ট একটিভিটি’র কর্মকর্তা নাহিদ সুলতানা, প্রকল্প সমন্বয়কারী ইসরাত জাহান উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলার ৪ উপজেলার ৮০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এসময় তাদেরকে নিয়ে গ্রুপ ডিসকাস এর মাধ্যমে তাদের নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
আপি কর্মকর্তারা জানান, গুটি ইউরিয়া ব্যাবহারে নারীদের অগ্রনী ভূমিকা রয়েছে। সারাদেশের মধ্যে ২২ জেলায় আপি এ পর্যন্ত ৯শ ১ টি ব্যাচে ৩৬ হজার কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরমধ্যে শেরপুর জেলায় ১শ ৩৫ ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয়েছে ৫ হাজার ৪ শ কৃষাণীকে।