কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
কক্সবাজারে গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে পাঁচ পরিবহন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডের প্রতিবাদে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এ ধর্মঘটের ডাক দেয় সম্মিলিত শ্রমিক সংগঠনসমূহ।
সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোড়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল।
অভিযানে মোহাম্মদ রাসেল নামে শ্যামলী পরিবহণের গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্সসহ বেশকিছু কাগজপত্রের ত্রুটি পাওয়ায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
নিয়মবহির্ভূতভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে সৌদিয়া পরিবহণের চালক আলী আজগরকে ছয়দিন, লাইনম্যান মো. রুহুল আমিনকে পাঁচদিন, শ্যামলীমা পরিবহনের লাইনম্যান সালাহ উদ্দিনকে পাঁচদিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া গাড়ির ফিটনেস না থাকার দায়ে আব্দুশ শুক্কুর নামে এক মাইক্রোবাস চালককে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিদর্শক মু. নুরুদ্দিন আহমদ ও কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবীসহ একদল পুলিশ এ অভিযানে সহায়তা করেন।
এ দিকে হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।