শিশিরে ভয়, টস নিয়ে প্রেসারে মাশরাফি
শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর জিম্বাবুয়ে দলের কোনো কিছু নিয়েই বিচলিত নয় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) করা স্বাগতিক দলটি। তবে শিশির ভাবাচ্ছে বাংলাদেশকে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন স্পিনারদের জন্য সমস্য হয়ে দাড়াতে পারে শিশির। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সন্ধ্যার আগ থেকেই শিশির পড়ছে। ডিও ফ্যাক্টর অবশ্যই একটা চিন্তার কারন। মাঠে শিশির থাকলে স্পিনারদের জন্য সমস্য হয়ে যায়। বল গ্রিপ করা যায় না। সেক্ষেত্রে টসটা খুব ভাইটাল হয়ে যায়। তাই টস নিয়ে আমি প্রেসারে আছি।’
এবারের ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। তাই শিশির নিয়ে চিন্তার কারণও স্বাভাবিক।
তবে ‘শিশির বাধা’র সাথে এডজাস্ট করে ওয়ানডে সিরিজে সেরাটাই দিতে চান বাংলাদেশ অধিনায়ক। তিনি আরো বলেন, ‘ওরা (জিম্বাবুয়ে) একটা স্বস্তি পেতে পারে যে, শিশিরে আমাদের স্পিনাররা ভালো করতে পারবে না। তবে আমরা নেগেটিভ সাইডে যেতেই চাইনা। আমাদের চিন্তা-ভাবনা থাকবে শিশিরের ভেতরেও কিভাবে ভালো বল করা যায়।’
২০০৯ সালের পর নতুন করে অধিনায়কত্ব পাওয়া মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এর আগে ৭টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ৩টিতে জয়, ৪টিতে পরাজয়।