‘ছাত্রলীগ জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত’
‘ছাত্রলীগ জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত’ এমন অভিযোগ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, ‘ছাত্রলীগ দেশব্যাপী শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য, চাঁদাবাজি-টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য ও চর দখলের ন্যায় হল দখল করে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে। বাকশালী চেতনার মুজিববাদী ছাত্রলীগ আজ হত্যা, খুন, গুম, অপহরণের সঙ্গে যুক্ত হয়ে জঙ্গিবাদী ছাত্রলীগে পরিণত হয়েছে।’
রাজধানীর পুরানা পল্টনে মেজর জলিল মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় লেবার পার্টি ছাত্র ফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
ছাত্র ফোরামেরযুগ্ম-আহ্বায়ক মো. জাবের হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরান বলেন, ‘ছাত্রলীগের অত্যাচার-নির্যাতনের কারণে ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা দিশাহারা হয়ে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে আজ লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে অস্ত্র প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের তাঁবেদার অবৈধ সরকারের খুদ-কুঁড়োপুষ্ট বুদ্ধিজীবী-শিক্ষাবিদরা মুখে কুলুপ এঁটে দিয়েছে। ছাত্রলীগের হত্যার প্রতিযোগিতা ও শিক্ষা ধ্বংসের তাণ্ডবলীলা তাদের স্পর্শ করছে না।’
তিনি আরও বলেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় র্যাব-পুলিশ-বিজিবি ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে। হাসিনা ওয়াজেদের নেতৃত্বে দেশে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, হত্যা-গুম-খুন, অপহরণ ও গণহত্যার মহোৎসব চলছে। অবিলম্বে ছাত্রলীগকে জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নিষিদ্ধ করা উচিৎ। নতুবা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হবে।’
‘তাঁবেদার স্বৈরাচার সরকারবিরোধী সংগ্রাম জোরদার করতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ফোরামসহ দেশপ্রেমিক ছাত্র সমাজকে নিয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করা একান্ত প্রয়োজন’ বলেও উল্লেখ করেন ইরান।
মহানগর ছাত্র ফোরাম আহ্বায়ক সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, যুগ্ম-মহাসচিব মাহমুদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোছাইন মানিক, ছাত্র ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল ইসলাম সুরুজ, যুগ্ম-আহ্বায়ক মো. জাবের হোসেন, নগর ছাত্র ফোরাম নেতা মো. রাসেল সরকার, মো. তানভীর, পারভেজ সিকদার, তপন কুমার দাস প্রমুখ।
লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী বলেন, ‘দেশে শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। চর দখলের মতো হল দখলের প্রতিযোগিতা চলছে। নীতি-নৈতিকতা মুখথুবড়ে পড়েছে। সৎ ও যোগ্য লোকেরা সমাজে অসহায়ের মতো তাকিয়ে আছে।’
‘হাসিনার পতন ছাড়া হত্যা-গুমের রাজনীতি বন্ধ হবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র ফোরামকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাঁবেদার সরকার পতনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে হবে।’