গাজীপুরে তেলভর্তি ট্রাক ছিনতাই
গাজীপুরের কোনাবাড়িতে তেলের ৬০টি ড্রামসহ ট্রাক ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ সময় চালক ও হেলপারকে মারধর করা হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কোনাবাড়ির আনছার ক্যাম্পের কাছে বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চালক আবদুল গফুর (৪০) ও হেলপার মুকুল চন্দ্র রায় (৩৫)।
তাদের দুইজনের বাড়িই দিনাজপুরে।
চালক আবদুল গফুর জানান, তারা দুইজনে চট্টগ্রামে ভাটিয়ারি মোস্তফা অয়েল কোম্পানির ৬০টি সুপার তেলের ড্রাম নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দিনাজপুরের ফুলবাড়ির উদ্দেশে রওয়ানা দেন। গাজীপুর কোনাবাড়ির আনছার ক্যাম্প এলাকায় রাত ২টার দিকে একটি পিকআপভ্যান তাদের গতিরোধ করে। এ সময় পিকআপে থাকা ১০-১২ জনের একটি ছিনতাইকারী দল তাদের দুইজনকে পিকআপে তুলে মারধর করে। এ ছাড়া তাদের ভেতর থেকে একজন ট্রাকটি নিয়ে চলে যায়। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট ১৬-৪৬৬৯।
পরে তাকে ছুরিকাঘাত ও হেলপারকে মারধর করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেলে রেখে যায়। আহত অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।