ময়মনসিংহে ১৪৪ ধারা অব্যাহত, গ্রেফতার ৩
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল মনসুর ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন উপজেলা সদরে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে নান্দাইলের সর্বত্র আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদরে শুক্রবার সকাল থেকে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নান্দাইল উপজেলা সাবরেজিস্টি অফিস মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম গ্রুপের জনসভায় উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিপক্ষ আনোয়ারুল আবেদীন তুহীন এমপি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন কমপক্ষে ১৫ জন।
মুমূর্ষু অবস্থায় উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল মনসুর ভূঁইয়া রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাতেই ১৪৪ ধারা জারি করে।