জলহস্তীর আক্রমণে ১২ শিশু নিহত
নৌকায় করে নদী পার হয়ে পার্শ্ববর্তী গ্রামের স্কুলে যাচ্ছিলো ১২/১৩ বছর বয়সী ১২ জন শিশু। এ সময় আক্রমণ করে জলহস্তী। এই আক্রমণে নৌকায় থাকা সবগুলো শিশু মারা যায়।
এই ঘটনা ঘটে নাইজারের রাজধানী নিয়ামের একটি গ্রামে। এ ঘটনায় একজন গ্রামবাসীও নিহত হয়েছেন বলে পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীরা জানান।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের শিক্ষামন্ত্রী আইচাতু ঔমানু সংবাদ মাধ্যমকে ১২ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, জলহস্তীর আক্রমণের শিকার হওয়া নৌকাটিতে মোট ১২ জন শিশু ছিলো।
নাইজারের তিলাবেরি অঞ্চলের গভর্নর জানান, ওই অঞ্চলে শিশুদের নদী পারাপারের নিরাপত্তায় ইতোমধ্যেই জলহস্তীটিকে শনাক্ত করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
একই এলাকায় গত বছরও বন্য জলহস্তীর আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়। পরে ওই জলহস্তীকে গুলি করে মারা হয়। নাইজার নদীতে প্রায়ই ক্ষেপাটে জলহস্তীর আক্রমণের শিকার হন গ্রামবাসীরা। জলহস্তীর আক্রমণে গৃহপালিত পশুরাও রেহাই পায় না বলেও জানা গেছে।