তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই আন্দোলন: দুদু

dudu2222_3101_0মাত্র ৬ মাস আগে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আবার এখন দাম বাড়ানোর পরিকল্পনা চলছে। যেদিন তেল-গ্যাস-বিদ্যুতের দাম যেদিন বাড়ানো হবে সেদিন থেকেই আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষ হত্যার জন্য এ সরকার ও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘোষণার প্রতিবাদে এক নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এ সরকার হলমার্ক খেয়েছে, বিসমিল্লাহ গ্রুপ খেয়েছে, শেয়ার বাজার খেয়েছে, ডেসটিনি খেয়েছে এখন জনগণের পকেটের টাকা খাওয়ার জন্য তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের ছাত্রলীগের সোনার ছেলেরা নৃশংসভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিজেরা নিজেদের ভাইয়ের রক্ত খাচ্ছে। সারা বাংলাদেশের শিক্ষাঙ্গন আজ ছাত্রলীগের ক্যাডার বাহিনীর হাতে জিম্মি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend