ইভটিজিংয়ে বাধা দিয়ে প্রেমিক হাসপাতালে
ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুক্তরাজ্যের এক যুবককে ৯ বার ছুরিকাঘাত করেছে এক বখাটে।
শনিবার সকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন বেন শোয়ার্জ। পথিমধ্যে এক লোক তার প্রেমিকাকে টিজ করতে থাকে। এসময় শোয়ার্জ প্রতিবাদ করলে লোকটি তাকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। লোকটি শোয়ার্জের মুখ, পিঠ ও ঘাড়ে মোট ৯’টি আঘাত করে। এরপর মুমূর্ষ অবস্থায় তাকে সান ফান্সিসকো হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ এখন ওই আঘাতকারীকে খুঁজছে। তার বন্ধু ডেনিয়েলা সাভেরদা বলেন, শোয়ার্জ লোকটিকে বলেছিলেন ‘দয়া করে আপনি কী থামবেন’।
এরপরই লোকটি শোয়ার্জের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ চালায়।
শোয়ার্জকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসার খরচ যোগানোর জন্য তার বন্ধুরা ইন্টারনেটে ‘গো ফান্ড মি’ নামে একটি পেইজ খুলেছে। এরমধ্যেই তারা ২০’হাজার ডলারের মত অর্থ সাহায্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
সাহায্যের জন্য করা ওই পেইজে তার এক বন্ধু লিখেছে “শোয়ার্জের যখন হাসিঠাট্টা করার কথা তখন সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। শোয়ার্জের মত অসাধারণ এক মানুষের ওপর আক্রমণের ঘটনাটি খুবই দুঃখজনক।”
সূত্র: দ্য ইন্ডিপেন্ডট