দেশে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত হোক, মিয়ানমার হোক, বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের কোনো বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা চলতে দেওয়া হবে না। আমাদের দেশে থেকে তাদের দেশে তারা আক্রমণ করবে সেটা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ফেলানী প্রসঙ্গে তিনি বলেন, সেখানের (ভারতের) উচ্চ আদালতে এখন বিচার চলছে, বিচার শেষ হলে এটি নিয়ে কথা বলব।
শনিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পুলিশের কাজ আরও সহজ করার জন্য তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি পুলিশবাহিনীতে আরও ১৭ হাজার সদস্য নিয়োগ করা হবে। ভালো কাজের জন্য বিপিএম, পিপিএমের পাশাপাশি পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সরকারদলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস করলে পুলিশ কেন তাকে ছাড় দেবে। কোন সন্ত্রাসীকেই ছাড় না দিতে তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের ন্যায় গাজীপুর সিটি করপোরেশনেও শিগগিরই মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালু হবে।