কর্মক্ষেত্রে ৬ বছরে নিহত হয়েছেন ৩২৯৬ শ্রমিক: প্রতিবেদন তথ্য

rana-plazza3দেশে গত প্রায় ছয় বছরে কর্মক্ষেত্রে ৩ হাজার ২ শত ৯৬ জন শ্রমিক নিহত হয়েছেন। সেফটি এন্ড রাইটস সোসাইটি ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তাদের এক প্রতিবেদনে এ কথা জানায়।

বিগত ২০০৯ সাল থেকে ২০১৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত একাধিক ঘটনায় এসব শ্রমিক মারা যান। এর মধ্যে শুধু চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২১৭ টি দুর্ঘটনায় মারা গেছেন ২৬০ জন শ্রমিক। এর মধ্যে অগ্নিকান্ডে ১২ জন।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend